/anm-bengali/media/media_files/k73L2cFfr5v7j1OLojm7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক টেলিফোন আলাপে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। সোমবার অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারিত্ব, প্রশিক্ষণ, সামরিক বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (MoD) এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতাই এই সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সম্মত হয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/3RLJ68wqNg2siSEi6TKJ.jpg)
আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবিচার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “পাকিস্তানের দীর্ঘদিনের সীমান্তপারের সন্ত্রাসবাদের ইতিহাস আন্তর্জাতিক মহলে সুপরিচিত। বর্তমানে দেশটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত সন্ত্রাসীদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরাও দণ্ডমুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।”
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা এবং যৌথ কৌশলগত স্বার্থের ভিত্তিতে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
Defence Minister Rajnath Singh and the US Secretary of Defense, Pete Hegseth held a telephonic conversation. The two leaders discussed a wide canvas of issues ranging from long-term cooperation in the defence sector, including training and military exchanges, to expanding the…
— ANI (@ANI) July 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us