/anm-bengali/media/media_files/2025/08/04/terrorist-pakistan-2025-08-04-19-28-44.jpg)
নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের ডোডা (Doda) জেলায় নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। আজ, রবিবার, ডোডা জেলার এক গভীর জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা একটি সন্ত্রাসবাদী ডেরার সন্ধান পাওয়া যায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সরকারি আধিকারিকেরা জানিয়েছেন, একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের যৌথ দল ডোডার ঘন জঙ্গলে চিরুনি অভিযান চালায়। এই অভিযানের সময়ই অতি গোপনে তৈরি করা এই আস্তানাটি নজরে আসে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/03/Em8w1d4CYleQgkAkvEP5.jpg)
উদ্ধার: এই ডেরা থেকে একটি এসএলআর (SLR-Self-Loading Rifle) রাইফেল এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্দেশ্য: অনুমান করা হচ্ছে, সন্ত্রাসবাদীরা সীমান্ত পেরিয়ে আসা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার জন্য এই ডেরাটি ব্যবহার করত এবং এখান থেকে তারা নাশকতার ছক কষত।
তবে এই অভিযানে কোনো সন্ত্রাসবাদীকে আটক করা সম্ভব হয়নি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গোটা এলাকায় তল্লাশি আরও জোরদার করা হয়েছে, যাতে ডেরা ব্যবহারকারী সন্ত্রাসবাদীদের দ্রুত খুঁজে বের করা যায়।
STORY | J-K: Terrorist hideout busted in Doda, SLR seized
— Press Trust of India (@PTI_News) December 7, 2025
A terrorist hideout was busted in a dense forest in Jammu and Kashmir's Doda district, leading to the recovery of a rifle and ammunition on Sunday, officials said.
READ: https://t.co/9AcDOWwXDGpic.twitter.com/DRtA5cY4PT
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us