ভয়ানক পরিস্থিতি ! নোটিশ জারি করল পুলিশ

হিমাচলে ভয়ানক পরিস্থিতি। ভারী বৃষ্টির জেরে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক জাতীয় সড়ক। মান্ডি-কুল্লু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নোটিশ জারি করল মান্ডি পুলিশ।

author-image
Ritika Das
New Update
himachal.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  হিমাচল প্রদেশে ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে বর্ষা। সেখাকার বেশ কিছু নদীতে দেখা দিয়েছে হড়পা বান। পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি নোটিশ জারি করল মান্ডি পুলিশ। নোটিশে বলা হয়েছে, খোটি নালায় অবিরাম বৃষ্টি এবং আকস্মিক বন্যার ফলে মান্ডি-কুল্লু জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। 

নোটিশে আরও জানানো হয়েছে যে, এই মহাসড়কের বিকল্প রুটগুলিও এখন বন্ধ রয়েছে। মান্ডি-জোগিন্দর নগর হাইওয়েও বন্ধ। সাধারণ নাগরিক এবং পর্যটকদের যাতায়াতের জন্য এই মহাসড়কগুলি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে নোটিশে বলা হয়েছে।