ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ কলেজ পড়ুয়ার

পড়ুয়াদের মৃ্ৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাটিয়ালাতে। পাটিয়ালার রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি আইনের পড়ুয়া ছিল ওই ৪ জন।

হস্টেলে ফেরার পথে ভয়াবহ ঘটনা!গাড়িতেই মুহূর্তে শেষ ৪ বন্ধু!দেখে আঁতকে উঠল পুলিশও

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে হাইওয়ের রাস্তা দিয়ে ছুটছিল। উল্টো দিক থেকে আর একটি গাড়ি দ্রুত গতিতে আসছিল। মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। স্পিড নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ি দুটি সোজা গিয়ে একটি মাঠের মধ্যে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ বন্ধুর। পড়ুয়াদের মৃ্ৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Chandigarh ex-Mayor's nephew among 4 students killed in a road accident  near Patiala Law University

Add 1