New Update
/anm-bengali/media/media_files/srLz9KT6h89h3GnEitsF.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে জলের স্তর। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। বর্তমানে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত হরিয়ানার ৪১৬ টি গ্রাম জলের তলায় রয়েছে।
/anm-bengali/media/post_attachments/w30A4yC2y5tH9z5tO5ne.jpg)
যার ফলে হরিয়ানার পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে হরিয়ানা সরকার। প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, পানীয় সরবরাহ করা হচ্ছে। দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
416 villages still under flood water in #Haryana !
— Ramandeep Singh Mann (@ramanmann1974) July 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us