/anm-bengali/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-948-am-2025-08-17-09-08-13.png)
নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের কিশ্তোয়াড় জেলার ছাশোটি গ্রামে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের পর শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান। ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একযোগে তল্লাশি ও উদ্ধারকাজে নেমেছে। ঘটনাস্থলে কুকুর-দল (ডগ স্কোয়াড) ব্যবহার করে ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিত বা মৃতদের খোঁজ চালানো হচ্ছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
ফ্ল্যাশ ফ্লাডের কারণে ছাশোটি গ্রামে বহু বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিদ্যুৎ, জল এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে উদ্ধারকাজে বিপুল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেনা ও উদ্ধারকারী বাহিনীকে।
/anm-bengali/media/post_attachments/72c6bad4-550.png)
এনডিআরএফ-এর এক সিনিয়র অফিসার জানান, দুর্যোগের ব্যাপকতার কারণে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য অস্থায়ী ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ মিলে দুর্গত এলাকায় খাদ্য ও পানীয় সরবরাহ করছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তৈরি করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি লাগাতার বৃষ্টির কারণে জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ফ্ল্যাশ ফ্লাড ও ভূমিধসের ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে, অস্বাভাবিক বৃষ্টিপাত ও পাহাড়ি নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়াতেই এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।
ছাশোটি গ্রামে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেনা ও উদ্ধারকারী বাহিনী টানা কাজ চালাচ্ছে, তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধার প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
#WATCH | J&K | Indian Army, NDRF, SDRF, Police and local administration are engaged in a search and rescue operation in flash flood-hit Chasoti village in Kishtwar district. pic.twitter.com/Gk58JBaE2D
— ANI (@ANI) August 17, 2025
#WATCH | J&K | Dog squad of the NDRF, Indian Army, SDRF, Police and local administration carry out search and rescue operation in flash flood-hit Chasoti village in Kishtwar district.
— ANI (@ANI) August 17, 2025
According to CM Omar Abdullah, till now, over 50 bodies have been retrieved from debris here. pic.twitter.com/MzI1qpG4G3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us