নিজস্ব সংবাদদাতা: দিল্লির বাসিন্দারা রবিবার ভয়াবহ গরমে হাঁসফাঁস করেছেন। এবার জুন মাসে প্রথমবারের মতো রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর পার করল।
দিল্লির সাফদারজং আবহাওয়া কেন্দ্র সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। পালাম এলাকায় তা ছিল ৪২.৬ ডিগ্রি।
তবে সবচেয়ে বেশি গরম পড়েছে দক্ষিণ দিল্লির আয়ানগরে, যেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৪.১ ডিগ্রি সেলসিয়াসে। লোদি রোডে তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি, আর সেন্ট্রাল রিজ এলাকায় ৪২.৯ ডিগ্রি।
এই অবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে ৪৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। সেই সঙ্গে থাকবে উচ্চ আর্দ্রতা, যা গরমকে আরও ভয়ানক করে তুলবে।
/anm-bengali/media/media_files/2025/06/08/YKewHtWQT85eOvL7doh2.JPG)
আবহাওয়া দফতর পরবর্তী চার দিনের জন্য "ইয়েলো অ্যালার্ট" জারি করেছে। মানুষকে গরমজনিত অসুস্থতা থেকে বাঁচতে সাবধান থাকতে বলা হয়েছে। দিনে প্রচণ্ড গরম আর রাতে অস্বস্তিকর আবহাওয়া — কোনো রকম স্বস্তি মিলবে না।
তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবারের পর থেকে দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।