ভুয়ো ভোটার ইস্যুতে তেলেঙ্গানা বিজেপি প্রধানের কটাক্ষ

রাহুল গান্ধীর নাটকীয়তা অভিযোগে আক্রমণ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-12 11.47.24 PM

নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধী ও আইএনডিআই জোটের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন তেলেঙ্গানা বিজেপি প্রধান এন. রামচন্দ্র রাও। তিনি অভিযোগ করেন, “রাহুল গান্ধী নাটক করছেন, আইএনডিআই জোটকে নিয়ে… এটা সম্পূর্ণ হাস্যকর।” রাও বলেন, “তাকে হায়দরাবাদে আসতে বলুন—যেখানে তার সরকার চলছে। পুরনো শহরে যান, যেখানে তাদের সহযোগী এআইএমআইএম-এর শত শত ভুয়ো ভোট রয়েছে, যা সরাতে হবে। অনেক ভোটার আছেন যাদের একাধিক ভোটার আইডি কার্ড রয়েছে।”

তিনি আরও দাবি করেন, “রাহুল গান্ধী আগে খোঁজ নিয়ে দেখুন কীভাবে বর্তমান কংগ্রেস সরকার ও আগের বিআরএস সরকারের সাহায্যে হায়দরাবাদে ভুয়ো ভোটার বাড়ানো হচ্ছে।”