জাতিশুমারি নিয়ে ‘আমরা কি লড়াই করেছি?’, কার কাছে প্রশ্ন রাখলেন তেজস্বী

কেউই এই নীতিকে মানতে পারছেন না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Tejaswi Yadav.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতিশুমারি করার কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে এবার বিভিন্ন দল বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছে। তবে ইন্ডিয়া জোটের সদস্যরা কেউই এই নীতিকে মানতে পারছেন না।

tejaswiiyadav.jpg

আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন বলেন, “লালু যাদব অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি সর্বদা এই সমস্যাটি উত্থাপন করে আসছেন। যখন আমাদের মহাগঠবন্ধন সরকার গঠিত হয়েছিল, তারা তদন্তের ভিত্তিতে এখানে আদমশুমারি পরিচালনা করেছিল। এত দিন ধরে কে এর বিরোধিতা করছিল? আমরা এত দিন ধরে লড়াই করেছি?”