‘এনডিএ বিহারে সরকার গঠন করছে না’, তেজস্বী-রাহুলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

'সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রীর মুখ নির্ধারণ করব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
b2342aeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিন তিনি সেই বৈঠক প্রসঙ্গে বলেন, “আমাদের একটি বৈঠক হয়েছে এবং ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা ১৭ এপ্রিল পাটনায় আবার দেখা করব। আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা বিহারকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজ্যে ২০ বছর ধরে এনডিএ সরকারের পরেও, বিহার সবচেয়ে দরিদ্র রাজ্য। আমরা আলোচনা করব এবং সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রীর মুখ নির্ধারণ করব। 'নীতীশ জি হাইজ্যাক হো চুকে হ্যায়'। এনডিএ এবার বিহারে সরকার গঠন করছে না”।