দলিতদের শত্রু বিজেপি ! বিহার নির্বাচনের আগে ফের বিজেপিকে নজিরবিহীন আক্রমণ করলেন তেজস্বী যাদব

কি বললেন তেজস্বী যাদব ?

author-image
Debjit Biswas
New Update
05_04_2024-tejashwi_yadav_pm_modi_1_23690115

নিজস্ব সংবাদদাতা : হরিয়ানা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) তোলা ভোটার জালিয়াতির অভিযোগকে সরাসরি সমর্থন জানালেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব। একই সঙ্গে, তিনি বিজেপি-র বিরুদ্ধে দলিত, অনগ্রসর শ্রেণী ও সংখ্যালঘুদের সাংবিধানিক প্রক্রিয়া থেকে দূরে সরানোর চেষ্টার অভিযোগ তুলেছেন।

আজ তিনি বলেন,''বিজেপি যে এসব জালিয়াতির কাজ করে, সে বিষয়ে কোনও দ্বিমত নেই। আসলে বিজেপি দলিত, অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘুদের সাংবিধানিক প্রক্রিয়া থেকে সরিয়ে দিতে চায়। বিজেপি-র লোকেরা দলিতদের শত্রু। আমরা বিহারে এই বিষয়ে অত্যন্ত সতর্ক আছি।''

rahul6

নিজের এই মন্তব্যের মাধ্যমেই বিহার নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিলেন তেজস্বী যাদব।