'২০২৪ সালেই শেষ জেডিইউ', ভবিষ্যৎবাণী তেজস্বীর!

গত ২৮ জানুয়ারি জনতা দল (ইউনাইটেড) বিধায়কদের সঙ্গে বৈঠকের পর বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার।

author-image
SWETA MITRA
New Update
JDU RJD.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-র হাত ধরলেন নীতীশ কুমার। এদিকে নীতীশ কুমার এনডিএ-তে যোগ দেওয়া এবং আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদব বড় মন্তব্য করলেন। তিনি (Tejashwi Yadav) বলেন, “নীতীশ কুমার একজন ক্লান্ত মুখ্যমন্ত্রী ছিলেন। আমি আপনাকে লিখিতভাবে দিতে পারি যে জেডিইউ পার্টি ২০২৪ সালে শেষ হবে। জনগণ আমাদের সঙ্গে আছে। নীতীশ কুমারের অভ্যাস আছে বছরে ২ বার করে শপথ নেওয়ার।“