তেজস্বী যাদবের ইস্তাহারে ফাটল মহাগঠবন্ধনে? বিজেপির দাবি, “জোট ভাঙার পূর্বাভাস”

বিহার নির্বাচনের আগে মহাগঠবন্ধনের ইস্তাহার প্রকাশ ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ। বিজেপি মুখপাত্র অজয় অলোক বলেন, তেজস্বী যাদব নিজেই নিজের জোটের কুশপুতুল পুড়িয়ে ফেলেছেন ‘তেজস্বী প্রাণ’ ইস্তাহার দিয়ে। রাহুল, লালু, রাবড়ির ছবি অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
Tamalika Chakraborty
New Update
h

নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াল মহাগঠবন্ধনের ইস্তাহার  প্রকাশকে ঘিরে। বিজেপির জাতীয় মুখপাত্র অজয় অলোক ) তীব্র কটাক্ষ করে বলেছেন, “তেজস্বী যাদব  আসলে মহাগঠবন্ধনের কুশপুতুলই পুড়িয়ে ফেলেছেন ‘তেজস্বী প্রাণ’  নামে যে ইস্তাহার প্রকাশ করেছেন তা দিয়ে।”

অলোকের অভিযোগ, “মহাগঠবন্ধনের ইস্তাহারে কোথাও নেই রাহুল গান্ধী, মুকেশ সাহানি, লালু প্রসাদ যাদব কিংবা রাবড়ি দেবীর ছবি। তাহলে এটা কাদের ইস্তাহার?” তিনি আরও বলেন, “যদি তারা সত্যিই একজোট থাকেন, তাহলে এই বড় বড় নেতাদের বাদ দেওয়া হল কেন?”

tejashwwio1.jpg

বিজেপি মুখপাত্র তেজস্বীর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে তিনি বলেন, “তারা কীভাবে ওয়াকফ সংশোধনী আইন  স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে পারেন? এটা সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে।”

অলোকের মতে, মহাগঠবন্ধনের এই ইস্তাহার আসলে “ভিতরে ফাটল ধরা জোটের” প্রতিফলন। তিনি দাবি করেন, “এই ইস্তাহারে তেজস্বী যাদব নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকেই সামনে এনেছেন, দলের ঐক্য বা বৃহত্তর জোটের ভাবনা নয়।”

এদিকে, আরজেডি  শিবির সূত্রে জানা গেছে, তেজস্বী যাদব শিগগিরই সাংবাদিক সম্মেলন করে ইস্তাহার নিয়ে বিজেপির অভিযোগের জবাব দেবেন।

বিহার রাজনীতিতে এই ইস্তাহার প্রকাশের পর থেকেই নতুন করে তেজস্বী বনাম বিজেপি তরজ শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগমুহূর্তে এই বাকযুদ্ধ রাজ্যের ভোট রাজনীতিকে আরও তীব্র করে তুলবে।