কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন প্রধানমন্ত্রী ? এবার মোদিকে আক্রমণ করলেন তেজস্বী যাদব

কি বললেন তেজস্বী যাদব ?

author-image
Debjit Biswas
New Update
05_04_2024-tejashwi_yadav_pm_modi_1_23690115

নিজস্ব সংবাদদাতা : ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব। তিনি বলেন,''নিরাপত্তা বাহিনীর ওপর আমাদের ভরপুর আশা ছিল যে আমরা যুদ্ধের পর পাক অধিকৃত কাশ্মীর (PoK) পুনরুদ্ধার করতে পারব। কিন্তু আমি জানি না প্রধানমন্ত্রী কেন হঠাৎ করে যুদ্ধবিরতিতে রাজি হলেন।"

h

এরপর তিনি আরও বলেন,''মার্কিন প্রেসিডেন্টের একটি মাত্র টুইটের পরই এই যুদ্ধবিরতি ঘটে গেল। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের যে আশা ছিল, তা ভেঙে চুরমার হয়ে গেছে।"