BREAKING: এক ইঞ্জিন ব্যস্ত দুর্নীতিতে, আরেক ইঞ্জিন ব্যস্ত অপরাধে ! বিহারের ডবল ইঞ্জিন সরকারকে তীব্র কটাক্ষ করলেন তেজস্বী যাদব

কি বললেন তেজস্বী যাদব ?

author-image
Debjit Biswas
New Update
05_04_2024-tejashwi_yadav_pm_modi_1_23690115

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচনের আগে ফের একবার বিহারের ডবল ইঞ্জিন সরকারকে তীব্র কটাক্ষ করলেন তেজস্বী যাদব। তিনি বলেন,''এই ডবল ইঞ্জিন সরকারের একটা ইঞ্জিন দুর্নীতিতে ব্যস্ত, আর অন্য ইঞ্জিনটি ব্যস্ত অপরাধে। বিহারে দিনে-দুপুরে গণধর্ষণের ঘটনা ঘটছে, অথচ কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

h

এরপর তিনি বলেন,''এই সরকারের কাছে কোনও প্রশ্নের জবাব নেই। এটা একটা দুর্নীতিগ্রস্ত আর অপরাধীদের সরকার।”