New Update
/anm-bengali/media/media_files/H85WHHejcU1JW6Z01v7c.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহারের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন তেজস্বী যাদব। তিনি বলেন,''জনগণ এই দুর্নীতিগ্রস্ত সরকারের ওপর বিরক্ত। এই রাজ্যে কেউ নিরাপদ বোধ করছে না। অপরাধীরা এখানে 'বিজয়' এবং 'সম্রাট' হয়ে উঠেছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4zxt6XkBETTL6miTVAGN.jpg)
এরপর তিনি বলেন,''জনগণ বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়েও সমস্যার মধ্যে রয়েছে। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে রাজ্য থেকে বেকারত্ব দূর করব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us