অপরাধীরা এখন 'বিজয়' এবং 'সম্রাট' হয়ে উঠেছে ! বিজেপিকে ফের নিশানা করলেন তেজস্বী যাদব

কি বললেন তেজস্বী যাদব ?

author-image
Debjit Biswas
New Update
05_04_2024-tejashwi_yadav_pm_modi_1_23690115

নিজস্ব সংবাদদাতা : বিহারের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন তেজস্বী যাদব। তিনি বলেন,''জনগণ এই দুর্নীতিগ্রস্ত সরকারের ওপর বিরক্ত। এই রাজ্যে কেউ নিরাপদ বোধ করছে না। অপরাধীরা এখানে 'বিজয়' এবং 'সম্রাট' হয়ে উঠেছে।"

tejashwikl2.jpg

এরপর তিনি বলেন,''জনগণ বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়েও সমস্যার মধ্যে রয়েছে। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে রাজ্য থেকে বেকারত্ব দূর করব।"