/anm-bengali/media/media_files/H85WHHejcU1JW6Z01v7c.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে এবার বিজেপিকে ফের একবার কড়া আক্রমণ করলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব। তিনি বলেন,''আমার মনে হচ্ছে,নির্বাচনের পর বিজেপি বলবে নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হবেন। তবে আমার মনে হয় অমিত শাহকে দিয়ে একটা হলফনামা সই করানো উচিত, যাতে লেখা থাকবে নীতিশ কুমারই আগামী পাঁচ বছর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন।” এরপর তিনি বলেন,''বিজেপি নিজের সমস্ত শরিক দলকে শেষ করে দেয়। সারা দেশের যেকোনও আঞ্চলিক দলের অবস্থা দেখুন। একবার তারা বিজেপির সাথে জোট বাঁধলেই,বিজেপি তাদের ধ্বংস করে ছেড়েছে । চিরাগ পাসওয়ানের দলটির সঙ্গেও এই একই কাজ করেছে বিজেপি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/07/L4RQIuoqOVIvrdikoA8l.jpeg)
#WATCH | On Bihar elections 2025, RJD leader Tejashwi Yadav says, "I feel the BJP will say that Nitish Kumar would be made the Chief Minister after the election. They should get Amit Shah to sign an affidavit saying that only Nitish Kumar will remain the Chief Minister for five… pic.twitter.com/cx22mEE0x7
— ANI (@ANI) June 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us