BREAKING: সমস্ত শরিক দলকেই শেষ করেছে বিজেপি ! এবার বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ করলেন তেজস্বী যাদব

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
05_04_2024-tejashwi_yadav_pm_modi_1_23690115

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগে এবার বিজেপিকে ফের একবার কড়া আক্রমণ করলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব। তিনি বলেন,''আমার মনে হচ্ছে,নির্বাচনের পর বিজেপি বলবে নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হবেন। তবে আমার মনে হয় অমিত শাহকে দিয়ে একটা হলফনামা সই করানো উচিত, যাতে লেখা থাকবে নীতিশ কুমারই আগামী পাঁচ বছর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন।” এরপর তিনি বলেন,''বিজেপি নিজের সমস্ত শরিক দলকে শেষ করে দেয়। সারা দেশের যেকোনও আঞ্চলিক দলের অবস্থা দেখুন। একবার তারা বিজেপির সাথে জোট বাঁধলেই,বিজেপি তাদের ধ্বংস করে ছেড়েছে । চিরাগ পাসওয়ানের দলটির সঙ্গেও এই একই কাজ করেছে বিজেপি।”

h