“তেজস্বী যাদব আমার ছোট ভাই, তাঁর নেতৃত্বেই কাজ করব; বিজেপি সবসময় জোটসঙ্গীদের ভাঙে”— মন্তব্য মুকেশ সাহানির

“বিজেপির সঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না”— উপমুখ্যমন্ত্রী মুখপাত্র হিসেবে নিজেকে ঘোষণা করে বললেন ভিআইপি প্রধান মুকেশ সাহানি।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মহাগঠবন্ধনের উপমুখ্যমন্ত্রী মুখপাত্র হিসেবে নিজেকে ঘোষণা করে ভিআইপি (বিকাশশীল ইন্সান পার্টি) প্রধান মুকেশ সাহানি বলেছেন, “আমাকে যখন উপমুখ্যমন্ত্রী মুখপাত্র ঘোষণা করা হয়েছে, তখন আমি কেন বিজেপির সঙ্গে যাব? আমি তেজস্বী যাদবের নেতৃত্বে কাজ করব, তিনি আমার ছোট ভাই।”

বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে সাহানি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “যদি আমি তাঁদের সঙ্গে হাত মেলাই, তাঁরা কি আমাকে নেতা হিসেবে মেনে নেবে? আমাকে দিল্লি থেকে আসা নির্দেশই মেনে চলতে হবে। বিজেপি যাদের সঙ্গে জোট করে, তাদেরই ভেঙে দেয়। শিবসেনা (ইউবিটি)-কে কীভাবে ধ্বংস করেছে, সবাই দেখেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অবস্থাও তারই প্রমাণ।”