ছুটি কাটাতে বিদেশে উধাও বিরোধী দলের নেতা! ক্ষোভে জ্বলছে বিহার রাজনীতি

বিধানসভা চলাকালীন বিদেশে ছুটি কাটাতে যাওয়ায় তেজস্বী যাদবকে আক্রমণ জেডিইউ নেতার। ভুয়ো প্রতিশ্রুতি, দায়বদ্ধতার অভাব এবং মামলা নিয়েও কড়া মন্তব্য।

author-image
Tamalika Chakraborty
New Update
h

নিজস্ব সংবাদদাতা:  পাটনায় জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্রসাদ তীব্র আক্রমণ করলেন তেজস্বী যাদবকে। তিনি বলেন, বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলের নেতার মতো বড় দায়িত্ব থাকা সত্ত্বেও তেজস্বী বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। তাঁর মতে, মানুষ তেজস্বীর ভুয়ো প্রতিশ্রুতিতে আর বিশ্বাস রাখে না, তাই তাঁকে ভোটেও প্রত্যাখ্যান করেছে।
রাজীব রঞ্জন আরও দাবি করেন, জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তেজস্বীর বিরুদ্ধে মামলা চলছে, ফলে তাঁর উপর জনগণের আস্থা আরও কমেছে। নেতৃত্বের জায়গায় দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

tejashwikl1.jpg