“নেপাল-বাংলাদেশের ভুয়ো ভোটারদের তথ্য ভুয়ো!”— কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তেজস্বীর!

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তেজস্বী যাদব।

author-image
Tamalika Chakraborty
New Update
h

নিজস্ব সংবাদদাতা: বিহারে বিদেশি ভোটার থাকা নিয়ে নির্বাচন কমিশনের দাবিকে কটাক্ষ করে চরম ভাষায় আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার মহাগঠবন্ধনের এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কমিশন বলছে, ওরা কোনও ‘সূত্র’ থেকে এই তথ্য পেয়েছে। আমি বলছি, ওটা কোনও সূত্র নয়, ওটা মূত্র!”— এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে ছড়াল আলোড়ন।

সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছিল, বিহারের ভোটার তালিকায় বাংলাদেশ ও নেপাল থেকে আগত ভুয়ো ভোটারদের নাম রয়েছে বলে তাদের কাছে ‘সূত্র মারফত’ খবর এসেছে। সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে তেজস্বী বলেন, কমিশনের এই ‘বিশেষ পুনঃপরীক্ষণ অভিযান’ (Special Intensive Revision) পুরোপুরি ত্রুটিপূর্ণ এবং বিভ্রান্তিকর।

tejashwikl1.jpg

তিনি আরও দাবি করেন, ভোটার ফর্ম সংগ্রহের কাজেও চরম বিশৃঙ্খলা চলছে। কমিশনের দাবি অনুযায়ী, বিহারে ইতিমধ্যেই ৮০ শতাংশ ভোটার ফর্ম জমা পড়েছে। কিন্তু তেজস্বীর কথায়, “আমার নিজের ফর্ম পর্যন্ত এখনো কেউ নিয়ে যায়নি। কোথাও এই ফর্মগুলো জলে ভাসছে, কোথাও আবার এগুলো দিয়ে জলেবি বিক্রি হচ্ছে!”

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এই পুরো প্রক্রিয়াটিতে কোনও স্বচ্ছতা নেই। ভোটার থেকে শুরু করে বিওএলও (BLO)-দের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি।