‘আমাদের আছে রোডম্যাপ, ওদের আছে কেবল অভিযোগ’— এনডিএকে কটাক্ষ তেজস্বীর

বিহার নির্বাচনের আগে বড় ঘোষণা মহাগঠবন্ধনের। তেজস্বী যাদব প্রকাশ করলেন ‘তেজস্বী প্রাণ পত্র’, জানালেন আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা। এনডিএকে কটাক্ষ করে বললেন— “ওদের কাজ শুধু অভিযোগ আর নেতিবাচক রাজনীতি।”

author-image
Tamalika Chakraborty
New Update
h

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতি ফের সরগরম মহাগঠবন্ধনের তরফে বড় ঘোষণায়। আরজেডি নেতা ও মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব সোমবার জানালেন, আগামী পাঁচ বছরে বিহারের উন্নয়নের জন্য তাঁদের স্পষ্ট রোডম্যাপ তৈরি। আজই প্রকাশিত হচ্ছে তাঁদের প্রতিশ্রুতিপত্র ‘তেজস্বী প্রাণ পত্র’।

তেজস্বী বলেন, “আমরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেছি। আজ আমরা ‘তেজস্বী প্রাণ পত্র’ প্রকাশ করছি— এতে আগামী পাঁচ বছরে কীভাবে বিহারকে উন্নতির পথে নিয়ে যাব, তার বিস্তারিত পরিকল্পনা থাকবে।”

এনডিএ-র উদ্দেশে কটাক্ষ ছুড়ে তিনি বলেন,“আমাদের রোডম্যাপ আছে, আমাদের ভিশন স্পষ্ট। কিন্তু ওদের কাছে শুধু অভিযোগ আর নেতিবাচক রাজনীতি। এনডিএ এখনো পর্যন্ত তাদের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে পারেনি। তাদের পরিকল্পনা কী? তারা কীভাবে বিহারকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই জনগণ জানতে চায়।”

tejashwwio1.jpg

আরজেডি নেতার দাবি, তাঁদের দল বিহারকে দেশের শীর্ষ রাজ্যের আসনে নিয়ে যেতে বদ্ধপরিকর। “আমরা শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, বাস্তবায়নের পথও দেখাচ্ছি। আমাদের লক্ষ্য— বিহারকে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থায় এক নম্বর করা,” বলেন তেজস্বী যাদব।

রাজনৈতিক মহলে মত, তেজস্বীর এই ঘোষণা বিহারের নির্বাচনী সমীকরণে নতুন গতি আনতে পারে। একদিকে মহাগঠবন্ধন যখন স্পষ্ট রোডম্যাপ দেখাচ্ছে, অন্যদিকে এনডিএ এখনো মুখ্যমন্ত্রীর প্রার্থী ঘোষণা করতে না পারায় চাপের মুখে পড়েছে।