ভাইকে নিয়ে ষড়যন্ত্র! পারিবারিক বিদ্রোহে বিস্ফোরক তেজ প্রতাপ

তেজ প্রতাপ বলেন, তাঁর সঙ্গে ভাই তেজস্বী যাদবের সম্পর্ক নষ্ট করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
tej pratap yadav

নিজস্ব সংবাদদাতা: নিজ দল আরজেডি থেকে বহিষ্কারের পরে প্রথমবার মুখ খুললেন তেজ প্রতাপ যাদব। রবিবার তিনি অভিযোগ করেন, তাঁকে ও তাঁর ভাই তেজস্বী যাদবকে একে অপরের থেকে আলাদা করার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছে।
tej pratap former wife

 বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ বলেন, এই সবের পিছনে রয়েছে 'জয়চন্দ'রা। এই শব্দ দিয়ে তিনি বিশ্বাসঘাতকদেরই বোঝাতে চেয়েছেন। রবিবার তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন।