/anm-bengali/media/media_files/D1fVag4d66bdbp9Hn3CF.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রকে স্মরণে আয়োজিত প্রার্থনা সভায় উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্র এমন এক অমোচনীয় দাগ রেখে গেছেন যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। তাঁর অসাধারণ প্রতিভা, নিবেদন এবং জনপ্রিয় চলচ্চিত্রগুলো আজও দেশের মানুষের হৃদয়ে অটুট স্থান দখল করে আছে।
/anm-bengali/media/post_attachments/a7fd744b-321.png)
অনুরাগ ঠাকুর আরও জানান, পর্দায় দাপুটে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র ছিলেন অত্যন্ত লাজুক ও নম্র স্বভাবের। তাঁর সুপারহিট ছবিগুলোর আলোচনা এখনও সমানভাবে প্রাসঙ্গিক, আর তাঁর অভিনয়শৈলী আজও অনেক নবীন শিল্পীর অনুপ্রেরণা। সাংসদ বলেন, “এই শোকের সময়ে আমরা ধর্মেন্দ্রজি–র পরিবার ও পরিজনের পাশে আছি। তাঁর মতো মহাতারকার প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।”
#WATCH | Delhi: At the prayer meet for late veteran actor Dharmendra, BJP MP Anurag Thakur says, "He has left an indelible mark with his art and talent in Indian cinema. The late Dharmendra ji was also very shy by nature... Discussions about his acting and his superhit films have… pic.twitter.com/FZANhCzIjh
— ANI (@ANI) December 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us