/anm-bengali/media/media_files/2025/11/02/crime-2025-11-02-23-33-49.png)
নিজস্ব সংবাদদাতা : এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের পালঘর জেলায়। স্কুলে দেরিতে আসায় এক ছাত্রকে ১০০ বার ওঠ-বস করার শাস্তি দেন এক শিক্ষিকা। শাস্তি সহ্য করতে না পেরে মৃত্যু হয় ওই ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের। এরপর অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলে দেরিতে আসার শাস্তি হিসেবে ওই ছাত্রকে ১০০ বার ওঠ-বস (সিট-আপস) করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, পালঘরের বিক্রমগড় এলাকার আদর্শ বিদ্যালয়-এর ছাত্র রোহিত চাভান (১২) গত মঙ্গলবার স্কুলে দেরিতে পৌঁছায়। এই কারণে শিক্ষিকা সোনাল গায়কোয়াড় তাকে ১০০ বার ওঠ-বস করার চরম শাস্তি দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
পরিবারের অভিযোগ, কঠোর শাস্তিটি শেষ করার পরেই রোহিত বুকে ও পেটে তীব্র ব্যথার অভিযোগ করে এবং অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রোহিতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বৃহস্পতিবার এক সরকারি আধিকারিক জানান, অভিযুক্ত শিক্ষিকা সোনাল গায়কোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা (খুন নয় এমন অপরাধমূলক নরহত্যা)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনা শিক্ষাঙ্গনে শারীরিক শাস্তির চরম অমানবিকতা এবং এর ভয়াবহ পরিণতিকে নতুন করে সামনে এনেছে। ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
STORY | Teacher held over student’s death after ‘100 sit-ups’ punishment at Palghar school
— Press Trust of India (@PTI_News) November 20, 2025
A woman teacher has been arrested over the death of a Class 6 student who was allegedly forced to perform 100 sit-ups for coming late to school in Maharashtra’s Palghar district, an… pic.twitter.com/zCdXYQ23kd
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us