দৃষ্টান্ত 'বিচারপতি গঙ্গোপাধ্যায়'! এবার ২৬ বছরের বেতন ফেরানোর নির্দেশ

১৯৯৭ সালে একটি ভুয়ো মার্কশিট দেখিয়ে সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পান যোগিন্দর। সম্প্রতি তাঁর সব জারিজুরি ধরা পড়ে যায়। এর পর চাকরি যায় যোগিন্দরের। সঙ্গে সব বেতন ফেরাতেও হবে তাঁকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Document

নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে বেতন ফেরাতে হয়েছিল। অঙ্কিতা বেআইনিভাবে শিক্ষিকার পদে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। অঙ্কিতাকাণ্ডের পুনরাবৃত্তি হল বৃহত্তর নয়ডায়। সরকারি স্কুলের এক শিক্ষককে ফেরাতে হবে তাঁর ২৬ বছরের বেতন। অভিযোগ, তিনি মার্কশিট জাল করে স্কুলের শিক্ষকের চাকরিটি পান।

উত্তরপ্রদেশের বৃহত্তর নয়ডার জারচা থানা এলাকার পাতরাহি গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে যোগিন্দর কুমার চাকরি করছিলেন। সম্প্রতি চাকরি হারালেন। তদন্ত বলছে যে দ্বাদশ শ্রেণির ভুয়ো মার্কশিট তৈরি করিয়ে চাকরিটি পেয়েছিলেন যোগিন্দর। ১৯৯৭ সালে নয়ডার যোগিন্দর দ্বাদশ শ্রেণি পাশের একটি ভুয়ো মার্কশিট সংগ্রহ করে সরকারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন। সম্প্রতি দাদরির ব্লক এডুকেশন অফিসার নরেন্দ্রকুমার শ্রীবাস্তবের কাছে একটি অভিযোগ জমা পড়তেই যোগিন্দরের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখা শুরু হয়। দ্বাদশ শ্রেণি পাশই নাকি করেননি।