/anm-bengali/media/media_files/ciNDDkT80AEPHLfpU7H8.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে ২২ জুলাই শেষ হয়ে তসলিমা নাসরিনের ভারতে থাকার পারমিট। তারপরেও অতিরিক্ত তিন মাস থাকা যায়। সেটাও প্রায় শেষের দিকে। ইতিমধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লিখেছেন। কিন্তু এখনও তিনি তার উত্তর পাননি। যার জেরে প্রবল চিন্তায় রয়েছেন লেখিকা। নিজের উদ্বেগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন।
সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিন লেখেন, 'সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তারও উপায় নেই। গুগল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা নিয়ে ইমেইল করেছি, তার কোনও উত্তর পাইনি।' তিনি লেখেন, 'যে দেশে জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল, যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে?'
তসলিমা নাগরিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হল দিল্লিতে। এ বার আমি কোথায় যাব?’
১৯৯৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বেশ কয়েকবছর ইউরোপে বসবাস করেছিলেন তসলিমা। এরপর ২০০৪ সালে তিনি এদেশে চলে আসেন।ভারতেও বেশ কয়েকবার অবস্থার বদলের পর তিনি ২০১১ সাল থেকে দিল্লিতে বসবাস করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us