/anm-bengali/media/media_files/2025/08/03/screenshot-2025-08-03-am-2025-08-03-11-20-14.png)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের প্রকাশিত এক চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেই চিঠিতে রাজ্যের জনগণের দৈনন্দিন দুর্দশার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করা হয়েছে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেত্রী ড. তামিলিসাই সৌন্দররাজন।
তিনি বলেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রতিদিনের সমস্যার কথা বলে কেন্দ্রকে দোষারোপ করছেন। কিন্তু কেন্দ্র তো প্রতিদিন নানা উন্নয়নমূলক প্রকল্প এনে দিচ্ছে। আসলে মানুষ সমস্যায় পড়ছেন ডিএমকে সরকারের দুর্নীতিপূর্ণ ও ব্যর্থ প্রশাসনের জন্য।”
/anm-bengali/media/post_attachments/7d61d5f7-f23.png)
তামিলিসাই আরও বলেন, “জনগণ যেন প্রতিদিন সরকারি অফিসে সহজেই যোগাযোগ করতে পারেন, সেটাই হওয়া উচিত। কিন্তু এখন ক্যাম্প করে লোক দেখানো হচ্ছে, বলা হচ্ছে মানুষ সরকারের দিকে আকৃষ্ট হচ্ছেন। এটা আসলে ব্যর্থতার মোড়ক দেওয়া মাত্র।”
তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন, “ডিএমকে সরকার নিজেদের শাসনের ব্যর্থতা লুকোতে জনগণের দুঃখ দুর্দশাকে কেন্দ্রের উপর চাপিয়ে দিচ্ছে। আমি মুখ্যমন্ত্রী স্টালিনের এই চিঠির তীব্র নিন্দা করছি।”
এই রাজনৈতিক বিবৃতি ঘিরে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, ডিএমকে এই মন্তব্যের কী জবাব দেয়।
#WATCH | Chennai, Tamil Nadu: BJP leader Tamilisai Soundararajan says, "Tamil Nadu CM has written a letter to the public, saying that day to day they are struggling, to oppose the Central Govt. What is the Central Govt doing day to day? It is giving so many good schemes...Why are… pic.twitter.com/ey814IwPbP
— ANI (@ANI) August 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us