“রাম মানসিক ভারসাম্য হারিয়েছিলেন”— তামিল কবির মন্তব্যে দেশ জুড়ে ঝড়

তামিল কবি বৈরমুথু মন্তব্য করেছেন,সীতাকে হারানোর পর রামচন্দ্র মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
tamil poet

নিজস্ব সংবাদদাতা: তামিলের বিখ্যাত কবি ও গীতিকার বৈরমুথু সম্প্রতি ভগবান রামকে নিয়ে এক মন্তব্য করে তামিলনাড়ুতে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছেন। প্রাচীন তামিল কবি কাঁবারের নামে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। কাঁবার ছিলেন কাঁবা রামায়ণম-এর রচয়িতা, যা রামায়ণের তামিল ভাষার সংস্করণ।

বক্তৃতায় বৈরমুথু কাঁবার রামায়ণের একটি ঘটনার উল্লেখ করেন। সেখানে চরিত্র বালী ভগবান রামের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। বালীর বক্তব্য অনুযায়ী, রাম নিজের ভাই ভরতকে সিংহাসন দিতে রাজ্য ত্যাগ করেছিলেন, কিন্তু বনবাসে গিয়ে বালীর রাজ্য তাঁর ভাই সুগ্রীবের হাতে তুলে দেন। বালী তখন বলেন, সীতাকে হারানোর পর রাম নাকি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন, আর সেই অবস্থায়ই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

sitaram

বৈরমুথু এই সংলাপের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “সীতাকে হারিয়ে রাম তাঁর মানসিক স্থিরতা হারিয়েছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৮৪ নম্বর ধারায় বলা আছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় কেউ অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না। আমি জানি না কাঁবার IPC জানতেন কি না, কিন্তু তিনি সমাজকে ভালোভাবে চিনতেন।”

এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই তামিলনাড়ুতে ও সামাজিক মাধ্যমে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, বৈরমুথু ভগবান রামের মর্যাদাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছেন। আবার কিছু মানুষ মনে করছেন, তিনি শুধু কাঁবার লেখা ব্যাখ্যা করেছেন, এর বাইরে তাঁর কোনো উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক মহলেও এই মন্তব্য নিয়ে তীব্র তরজার সৃষ্টি হয়েছে।