রাবণের নামে স্লোগান, রামের মূর্তি দাহ—বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া

তামিলনাড়ুতে রামের মূর্তি দাহ করার ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
ram

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে রীতিমতো চাঞ্চল্য ছড়াল। একদল ব্যক্তি প্রকাশ্যে ভগবান রামের কুশপুতুলে আগুন ধরিয়ে “রাবণ জিন্দাবাদ” স্লোগান দেয়। সেই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ‘ফিফ্‌থ তামিল সঙ্ঘম’-এর পেজে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ক্লিপটি।

ভিডিওতে দেখা যায়, কুশপুতুলে আগুন লাগানোর পর স্ক্রিনে ভেসে ওঠে দশমাথাওয়ালা রাবণের একটি গ্রাফিক ছবি, হাতে বীণা, যা রামের প্রতীকী জায়গা দখল করে নেয়। এই ভিডিও ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

ঘটনা জানাজানি হতেই সাইবার ক্রাইম পুলিশ কড়া পদক্ষেপ নেয়। ভারতীয় ন্যায় সঙ্হিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়—যার মধ্যে রয়েছে 192, 196 (1)(a), 197, 299, 302 এবং 353 (2) ধারা।

police s

তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করে ৩৬ বছরের আদাইক্কারাজকে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসন স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে—এই ধরনের বিভাজনমূলক ও উস্কানিমূলক পোস্ট তৈরি বা ছড়ালে কঠোর শাস্তি হবে। পুলিশের দাবি, “কেউ এই ধরনের কাজ করলে ছাড় দেওয়া হবে না।”