নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে উত্তর-পূর্ব মৌসুমি বৃষ্টি আরও জোরদার হচ্ছে। এরই মধ্যে চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর (RMC) জারি করেছে ঘূর্ণিঝড় সতর্কতা ও ভারী বৃষ্টির সতর্কবার্তা। রাজ্যের একাধিক জেলায় স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার, সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।
আবহাওয়া দফতরের ডিরেক্টর বি. অমুধা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটি বর্তমানে চেন্নাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তিনি বলেন, “আগামীকাল দুপুর নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে ‘ডিপ্রেশন’-এ পরিণত হতে পারে। উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এলাকায় এর প্রভাব পড়তে পারে।”
অমুধা আরও জানিয়েছেন, “এই সিস্টেমটি ‘ডিপ ডিপ্রেশন’ পর্যায় পর্যন্ত শক্তি অর্জন করতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে শুধুমাত্র নিম্নচাপ ‘ডিপ্রেশন’-এ পরিণত হওয়ার পরেই।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/MYW7oTdtJKgw7w04ih2e.jpg)
চেন্নাই, কাডালোর, নাগাপট্টিনম, তিরুভারুর, ময়িলাদুথুরাই সহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও প্রবল দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে না নামার পরামর্শও দেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বিদ্যুৎ দফতরকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। উপকূলবর্তী এলাকায় দ্রুত জরুরি শেল্টার সেন্টার খোলা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us