হাইওয়েতে রক্তঝরা রবিবার! সরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১১ জনের

তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় মুখোমুখি সরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু ১১ জনের, আহত প্রায় ৪০। ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের।

author-image
Tamalika Chakraborty
New Update
bus accident aa

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার তিরুপাথুরের  কাছে রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১১ জনের, জখম প্রায় ৪০ জন। প্রশাসন সূত্রে প্রথমে মৃতের সংখ্যা ৭ বলা হলেও, উদ্ধারকাজ শেষ হওয়ার পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১-তে। পুলিশ জানায়, একটি সরকারি বাস যাচ্ছিল কারাইকুডির দিকে। এবং অন্যটি যাচ্ছিল মাদুরাইয়ের দিকে। থিরুপাথুরের কাছে হাইওয়ের উপর মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাসের। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে দুই বাসের সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী ভিতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল মিলিতভাবে আহতদের বের করে দ্রুত শিবগঙ্গাই সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও ২০ জনের বেশি আহত যাত্রী চিকিৎসাধীন, তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ১১ জনের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি তৎক্ষণাৎ জেলাশাসক ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দুর্ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন এবং আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে ওই সড়কে আপাতত আংশিকভাবে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে।

dead