'ডিএমকে দুর্নীতিগ্রস্ত দল'! আর কী বললেন বিজেপি নেতা?

ডিএমকে দলকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই আজ রামেশ্বরম থেকে 'আমার ভূমি, আমার মানুষ' (En Mann En Makkal Yatra) পদযাত্রার সূচনা করেন।

'আমার রাজা আমার প্রজা' পদযাত্রা চলাকালীন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি বলেন, "প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুর মানুষকে ভালবাসেন। এই পদযাত্রা প্রধানমন্ত্রী এবং বিজেপি দলকে জনগণের সঙ্গে সংযুক্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত ডিএমকে রাজনীতির অবসান ঘটাতে। তামিলনাড়ুর মানুষ ডিএমকে-র দুর্নীতিগ্রস্ত রাজনীতিতে বিরক্ত। ডিএমকে পরিবারতন্ত্রের রাজনীতির একটি অংশ।"