/anm-bengali/media/media_files/SfqRvZPDmrNwpZ74b02h.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "চিটিংবাজ, ফেরেববাজ, বাটপার তোলামূল দল বুঝে গেছে যে এই নির্বাচনে ভরাডুবি আসন্ন, তাই এবার শেষ সম্বল মিথ্যাচারের আশ্রয় নেওয়া। ঠগবাজ আই প্যাক-এর মস্তিষ্কপ্রসূত এই প্রচার সামগ্রীর উদ্দেশ্য হলো, মা বোনদের মনে ভয়ের সঞ্চার করা। আমি পশ্চিমবঙ্গের সকল মা বোনদের আশ্বস্ত করতে চাই, বিজেপি ক্ষমতায় আসলে ৩০০০ টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের অনুরোধ করবো, আপনারা সতর্ক থাকুন ও এই মিথ্যে অপপ্রচার রুখে দিন। আজ পূর্বস্থলী উত্তর বিধানসভায় এই পোস্টার বিলি করছে, আগামী দিনে সারা রাজ্যে করবে। সমস্ত সচেতন নাগরিক এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হোন।"
/anm-bengali/media/media_files/YQD0HDPciN7J8x91GhMJ.jpg)
চিটিংবাজ, ফেরেববাজ, বাটপার তোলামূল দল বুঝে গেছে যে এই নির্বাচনে ভরাডুবি আসন্ন, তাই এবার শেষ সম্বল মিথ্যাচারের আশ্রয় নেওয়া।
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 10, 2024
ঠগবাজ আই প্যাক-এর মস্তিষ্কপ্রসূত এই প্রচার সামগ্রীর উদ্দেশ্য হলো, মা বোনদের মনে ভয়ের সঞ্চার করা।
আমি পশ্চিমবঙ্গের সকল মা বোনদের আশ্বস্ত করতে চাই, বিজেপি… pic.twitter.com/OsyoAhYtQw
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us