/anm-bengali/media/media_files/LLSM8HbR2LpOcqkFIkeN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অধিবেশনে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা কিনা এক কথায় নজিরবিহীন। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন সাসপেন্ড হওয়া সাংসদরা থেকে শুরু করে অনেক বিরোধী নেতারা। পুরনো সংসদ ভবনের গেট থেকে শুরু হবে মিছিল। আজ দিল্লির বিজয় চক অবধি হবে সাংসদদের মিছিল। সংসদীয় গণতন্ত্রকে হত্যার অভিযোগে মিছিল করবেন বিরোধীরা বলে খবর। এদিকে এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ। তিনি জানান, "আজ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠকের পর আমাদের নেতারা সংসদ থেকে বিজয় চক পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সরকার কেন কোনও জবাব দিচ্ছে না? "
#WATCH | "Today, after a meeting in the chamber of RS
— ANI (@ANI) December 21, 2023
LoP Mallikarjun Kharge, our leaders will hold a protest march from Parliament to Vijay Chowk. Why is the government not giving any answer on the Parliament security breach incident? "says K Suresh, Congress Chief Whip in Lok… pic.twitter.com/8sQN3BAhM4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us