New Update
/anm-bengali/media/media_files/VuZzVLhn6TX5d7Xyogyo.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন/SPECIAL INTENSIVE REVISION (SIR)-এর বিরুদ্ধে গর্জে উঠলেন আসামের তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন,''এই সংশোধন ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত করার জন্য নয়, বরং বিদ্যমান ভোটারদের বাদ দেওয়ার জন্য চালানো হচ্ছে। খুবই অল্প সময়ের মধ্যেই দেশের সর্বত্র এই সংশোধনের কাজ করার ঘোষণা করা হয়েছে। এতে অনেক বেশি কাগজপত্রের প্রয়োজন পড়ছে, যা তাড়াতাড়ি গরিব মানুষের পক্ষে জোগাড় করা কঠিন। এমনটা প্রধানমন্ত্রী মোদির আসন কমে যাওয়ার ভয় থেকেই করা হচ্ছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Rbanp01PyVj1yaHGF99H.jpg)
এরপর তিনি বলেন,''এটা আসলে নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে একটি ‘ম্যাচ-ফিক্সিং’-এর ফল।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us