আসামে SIR করা হচ্ছে না, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে এটা NRC। এবার SIR ইস্যু নিয়ে বিতর্ক বাড়ালেন সুস্মিতা দেব

কি বললেন সুস্মিতা দেব ?

author-image
Debjit Biswas
New Update
susmitadevq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার SIR ইস্যু নিয়ে বিতর্ক বাড়ালেন তৃণমূল কংগ্রেস (TMC)-এর সাংসদ সুস্মিতা দেব। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে পশ্চিমবঙ্গে চালু হওয়া 'এসআইআর' (SIR) আসলে জাতীয় নাগরিক পঞ্জি বা NRC-এরই অন্য রূপ। তিনি এই বিষয়ে বিজেপির কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন,''এসআইআর (SIR) প্রসঙ্গে দেশের সমস্ত বিরোধী দলই বলছে যে এটা এক ধরনের NRC। আসামে এসআইআর (SIR) করা হচ্ছে না এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে এটা NRC।"

voter cards s

এরপর বিজেপির সমালোচনা করে তিনি বলেন,''২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত আসামে এনআরসি (NRC) হয়েছিল এবং তাতে ৩ কোটি মানুষের নথি যাচাই করা হয়েছিল। এখন যদি এখানে একটি এসআইআর (SIR) করা হয়, তবে সরকারকে এনআরসি (NRC)-র ফলাফলের জবাব দিতে হবে। এই 'অস্বস্তিকর পরিস্থিতি' এড়াতেই আসামে এসআইআর (SIR) করছে না বিজেপি।''