এটি BJP সরকারের নতুন জুমলা! কড়া আক্রমণ করলেন এই নেত্রী

কড়া ভাষায় এবার বিজেপিকে আক্রমণ করলেন এই কংগ্রেস নেত্রী। দেখুন কী দাবি তাঁর।

author-image
Anusmita Bhattacharya
New Update
Supriya Shrinate

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: 'প্রায় ২৫ কোটি নাগরিক বহুমাত্রিক দারিদ্র্য থেকে উন্নীত হয়েছে- এটি (বিজেপি) সরকারের নতুন জুমলা। আমরা সবাই দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে চাই। আমরা যদি এই জুমলাকে বিশ্বাস করি, তাহলে এর মানে দাঁড়ায় যে এখানে কোনো দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, অনাহার বা অর্থনৈতিক বৈষম্য নেই এবং সবকিছু ঠিকঠাক চলছে',  দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত।