/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে চলমান ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় অভিযান (SIR - Special Intensive Revision) নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জোরালোভাবে defend করল ভারতের নির্বাচন কমিশন (EC)। কমিশন শীর্ষ আদালতকে জানিয়েছে যে, সত্যিকারের ভোটারদের গণহারে তালিকা থেকে বাদ দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা "অত্যন্ত অতিরঞ্জিত", "অনুমানভিত্তিক" এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূলত বিরোধী দলগুলি অভিযোগ তুলেছিল যে, নির্বাচনী ফায়দা তোলার জন্য লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছায়।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন দৃঢ়ভাবে জানিয়েছে:
অতিরঞ্জিত দাবি: গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে দাবি করা হয়েছে, তা বাস্তবতার চেয়ে অনেক বেশি অতিরঞ্জিত।
রাজনৈতিক উদ্দেশ্য: কমিশন মনে করে, এই অভিযোগগুলির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এগুলি কেবলই জল্পনা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/sir-voter-list-2025-11-25-11-59-48.png)
কমিশন আদালতকে আরও নিশ্চিত করেছে যে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এবং প্রচলিত আইন ও নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হচ্ছে, যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়েন। এই প্রক্রিয়াটির সময়সীমা সম্প্রতি ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের এই অবস্থান সুপ্রিম কোর্টে রাজ্যগুলির বিরোধী দলগুলির আনা অভিযোগগুলিকে সরাসরি চ্যালেঞ্জ করল।
STORY | EC in SC defends SIR in Bengal, Tamil Nadu; terms disenfranchisement claims 'exaggerated'
— Press Trust of India (@PTI_News) December 1, 2025
The Election Commission has strongly defended in the Supreme Court its ongoing Special Intensive Revision (SIR) of electoral rolls in West Bengal and Tamil Nadu, saying that… pic.twitter.com/MeuJw8ymCe
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us