নিজস্ব সংবাদদাতাঃ আবারও টলমল করতে পারে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কুর্সি। অন্তত এমনই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ ৫৬ জন বিধায়কের বিরুদ্ধে অযোগ্যতার আবেদনের শুনানির জন্য মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে এক সপ্তাহের মধ্যে তালিকাভুক্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট।
Supreme Court asks Speaker of Maharashtra Legislative Assembly to list before him for hearing the disqualification petitions against 56 MLAs including Maharashtra Chief Minister Eknath Shinde within a week and set down a time schedule to decide disqualification pleas.