New Update
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার দেশের প্রাক্তন প্রধান বিচারপতি, ডি ওয়াই চন্দ্রচূড়কে তাঁর সরকারি বাসভবন দ্রুত খালি করার অনুরোধ জানিয়ে, সরাসরি কেন্দ্র সরকারকে চিঠি লিখে অনুরোধ করলো সুপ্রিম কোর্ট প্রশাসন। এই চিঠিতে বলা হয়েছে,''নতুন বিচারপতিদের থাকার জন্য এই বাসভবনটি দ্রুত দরকার। এই বাসভবন দ্রুত খালি না হওয়ায়,সেখানকার আসবাবপত্র মেরামত ও অন্যান্য প্রস্তুতির কাজ শুরু করা যাচ্ছে না।'' এছাড়াও আদালত সূত্র জানিয়েছে, ''ভবিষ্যতে এই জায়গার সঠিক ব্যবহারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'' যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি।
SC administration writes to Centre to vacate ex-CJI Chandrachud from official residence
— ANI Digital (@ani_digital) July 6, 2025
Read @ANI Story | https://t.co/1dS97Q4wwI#SC#ExCJIChandrachud#residencepic.twitter.com/tuCD4vVzeN