ঘরের মেয়ে ঘরে ফিরছে, সুনীতার পৈত্রিক গ্রামে ধুমধাম আয়োজন

সুনীতার প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে আতশবাজি এবং শোভাযাত্রার আয়োজন পৈতৃক গ্রামে।

author-image
Jaita Chowdhury
New Update
sunita-ezgif.com-avif-to-jpg-converter (1)

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত নাসার নভোচর সুনীতা উইলিয়ামসের পৈতৃক গ্রাম ঝুলাসন। সুনীতার পৃথিবীতে প্রত্যাবর্তনকে উদযাপনের জন্য অকাল দীপাবলির আয়োজন করেছেন গ্রামবাসীরা। আপাতত তাঁরা সুনীতার নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন। স্থানীয় দেবী দোলা মাতার মন্দিরে হয়েছে বিশেষ প্রার্থনা এবং জ্বালা হয়েছে অখণ্ড জ্যোতি।

p[oiuyfgdxz
ফাইল চিত্র