বিরভুমে সুকান্তের আক্রমণ—‘১৭ টি ফর্ম পৌঁছে গেলেও মমতা প্রতিবাদ ছাড়া নিজেই ফর্ম ভরছেন’

SIR-বিরোধী অবস্থানকে 'বোকামি' ঘোষণা করে বিজেপি নেতা বলেন—বাফার এজেন্টদের ওপর হামলা নিয়ে ক্ষমতাকে কঠোর টক্কর দেওয়া হবে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-07 7.19.37 AM

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লোকজনকে অনুৎসাহিত করলেও তাঁর বাড়িতে ১৭টি ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে এবং দিল্লিতে সেরকম নির্দেশ সত্ত্বেও মমতা নিজেই সেগুলো ভরছেন—এই দ্বৈতবাচকতাই রাজ্যবাসী ও দেশের মানুষ বুঝে ফেলেছেন। মজুমদার বলেন, “তিনি লোকেদের বলে দিচ্ছেন ফর্ম भरो না, SIR-এ অংশ নিও না; অথচ নিজে প্রথম সারিতে ফর্ম পূরণ করছেন—এটাই তাদের প্রতিবাদের উল্লিখিত পরিণতি।”

মজুমদার আরও দাবি করেন, “বিজেপি’র বুথ লেভেল এজেন্টদের (BLA) উপর বহু জায়গায় হামলা হয়েছে। আমরা এই বিষয়টি শেষ পর্যন্ত লড়ব এবং কাউকে ছাড় দেব না।” তিনি সতর্ক করে বলেন, “যদি নির্বাচনী প্রক্রিয়া—SIR—এই সরকারকালের অধীন সঠিকভাবে পরিচালিত করা না যায়, তাহলে নির্বাচন কমিশন বা প্রশাসনিক ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে; এমন পরিস্থিতিতে সরকার পরিবর্তন না হলে ওটাকে মেনে নেওয়া হবে না।”