/anm-bengali/media/media_files/2025/11/07/screenshot-2025-11-07-77-am-2025-11-07-07-19-57.png)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লোকজনকে অনুৎসাহিত করলেও তাঁর বাড়িতে ১৭টি ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে এবং দিল্লিতে সেরকম নির্দেশ সত্ত্বেও মমতা নিজেই সেগুলো ভরছেন—এই দ্বৈতবাচকতাই রাজ্যবাসী ও দেশের মানুষ বুঝে ফেলেছেন। মজুমদার বলেন, “তিনি লোকেদের বলে দিচ্ছেন ফর্ম भरो না, SIR-এ অংশ নিও না; অথচ নিজে প্রথম সারিতে ফর্ম পূরণ করছেন—এটাই তাদের প্রতিবাদের উল্লিখিত পরিণতি।”
/anm-bengali/media/post_attachments/673beb33-daf.png)
মজুমদার আরও দাবি করেন, “বিজেপি’র বুথ লেভেল এজেন্টদের (BLA) উপর বহু জায়গায় হামলা হয়েছে। আমরা এই বিষয়টি শেষ পর্যন্ত লড়ব এবং কাউকে ছাড় দেব না।” তিনি সতর্ক করে বলেন, “যদি নির্বাচনী প্রক্রিয়া—SIR—এই সরকারকালের অধীন সঠিকভাবে পরিচালিত করা না যায়, তাহলে নির্বাচন কমিশন বা প্রশাসনিক ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে; এমন পরিস্থিতিতে সরকার পরিবর্তন না হলে ওটাকে মেনে নেওয়া হবে না।”
#WATCH | Birbhum, West Bengal | Union Minister Sukanta Majumdar says, "17 forms have been delivered to their (Mamata Banerjee's) home, and she herself is telling people not to fill the forms and not to participate in SIR, yet she herself is the first one to fill the forms. This… pic.twitter.com/TAjXZY2yYb
— ANI (@ANI) November 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us