'দেশ জুড়ে প্রহসন চালিয়ে যাচ্ছে ইন্ডি জোট’ চরম কটাক্ষ সুকান্ত মজুমদারের

ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের।

author-image
SWETA MITRA
New Update
sukanta mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার রাজ্যের শাসক দল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে নিশানা করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ বিজেপির রাজ্য সভাপতি ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলেন, ‘জোটেরনামেসারাদেশজুড়েএকটিপ্রহসনচালিয়েযাচ্ছেইন্ডিজোট। এইজোটেরজটেসারাদেশএখনজর্জরিত। এটাজোট? নাসার্কাস? নাকিসার্কাসেরজোট?’ এরই সঙ্গে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি রেখে সুকান্ত লেখেন, ‘পিসি দিলো না ঠাঁই, এটা জোট না সার্কার রে ভারী?’