New Update
/anm-bengali/media/media_files/FG8EQCMXWMPxZ4yqAkWY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার রাজ্যের শাসক দল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে নিশানা করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ বিজেপির রাজ্য সভাপতি ইন্ডিয়া জোট প্রসঙ্গে বলেন, ‘জোটেরনামেসারাদেশজুড়েএকটিপ্রহসনচালিয়েযাচ্ছেইন্ডিজোট। এইজোটেরজটেসারাদেশএখনজর্জরিত। এটাজোট? নাসার্কাস? নাকিসার্কাসেরজোট?’ এরই সঙ্গে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি রেখে সুকান্ত লেখেন, ‘পিসি দিলো না ঠাঁই, এটা জোট না সার্কার রে ভারী?’
জোটের নামে সারা দেশ জুড়ে একটি প্রহসন চালিয়ে যাচ্ছে ইন্ডি জোট... এই জোটের জটে সারা দেশ এখন জর্জরিত... এটা জোট? না সার্কাস? নাকি সার্কাসের জোট? #Hirokranipic.twitter.com/riZeu6gaVV
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 27, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us