নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার অর্থাৎ আজ দায়িত্ব গ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। তার আগে আজ সকালে দিল্লিতে দিলীপ ঘোষের বাসভবনে পৌঁছে যান বঙ্গ বিজেপির সভাপতি। দিলীপবাবুর সঙ্গে দেখা করলেন, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিজের দফতরে যাওয়ার আগে বঙ্গ বিজেপির পোড় খাওয়া নেতার আশীর্বাদ নিলেন সুকান্ত। বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষের উত্তরসূরি হিসেই দায়িত্বে এসেছেন সুকান্ত। এবার নতুন দায়িত্ব গ্রহণের আগে সেই দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেই, নতুন যাত্রা শুরু করলেন বালুরঘাটের সাংসদ।