পরাজয়ের ভয়েই আক্রমণ করে চলেছে তৃণমূল ! তৃণমূলকে চরম আক্রমণ করলেন সুধাংশু ত্রিবেদী

কি বললেন সুধাংশু ত্রিবেদী ?

author-image
Debjit Biswas
New Update
sudhangshu trivedii.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। তাঁর অভিযোগ, রাজ্যে একের পর এক যেভাবে অপরাধমূলক ঘটনা ঘটছে, তা বাংলার মানুষের কাছে দুঃস্বপ্নের মতো।

তিনি বলেন,''কয়েক দিন আগে আমাদের সাংসদ খগেন মুর্মুর ওপর নৃশংস হামলা হয়েছে। আমাদের অপর সাংসদ রাজু বিস্তার ওপরও হামলার চেষ্টা হয়েছিল। আসন্ন নির্বাচনে তৃণমূল তাদের পরাজয় দেখতে পাচ্ছে এবং টিএমসি সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয় পেয়েছেন যে, আমার মনে হয় তারা এই ধরনের সহিংসতার আশ্রয় নিয়েছেন যাতে বিজেপি, আমাদের নেতা ও কর্মীরা ভয় পায়।"

Mamata

এরপর তিনি বলেন,''টিএমসি-র আশ্রয়ে যেভাবে লাগাতার অপরাধের ঘটনা ঘটছে, তা বাংলার মানুষের কাছে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সন্দেশখালি থেকে শুরু করে অন্যান্য স্থানে এবং সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনায় সাধারণ মানুষের উপর নির্যাতন চলেছে।"