BREAKING: পাকিস্তানের থেকেও বড় মুহাফিজ হতে চাইছেন রাহুল গান্ধী ! হঠাৎ কেন এই কথা বললেন হেভিওয়েট বিজেপি নেতা ?

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
RAHUL GANDHI

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকে কেন্দ্র করে ‘সারেন্ডার’ শব্দ ব্যবহার করেছিলেন রাহুল গান্ধী। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন,''আমি মনে করি রাহুল গান্ধীর বোঝা উচিত যে, লোকসভার বিরোধী দলনেতার পদমর্যাদা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এর আগেও উনি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ‘সারেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী,অথবা পাকিস্তানের সেনাপ্রধানও একথা কখনও বলেননি যে, ভারত ‘সারেন্ডার’ করেছে। এমনকি মৌলানা মাসুদ আজহার বা হাফিজ সঈদের মতো সন্ত্রাসবাদীরাও কখনও এই শব্দ ব্যবহার করেনি। আমার পক্ষে বোঝা দায়, কেন রাহুল গান্ধী পাকিস্তানের থেকেও বড় ‘মুহাফিজ’ (রক্ষাকর্তা) হতে চাইছেন।”

sudhangshu trivedii.jpg