“রাগ থেকেই এমন মন্তব্য আসে,” বললেন টিকেএস ইলঙ্গোভান

ডিএমকে নেতার মন্তব্য ঘিরে বিতর্ক।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-19 10.26.33 PM

নিজস্ব সংবাদদাতাঃ ডিএমকে দক্ষিণ জেলা সম্পাদক জয়পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নারকাসুর’–এর সঙ্গে তুলনা করেছেন বলে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে ডিএমকে নেতা টিকেএস ইলঙ্গোভান জানান, “আমরা ডিএমকে। প্রধানমন্ত্রী মোদী যা বলেন, তা ডিএমকের বিরুদ্ধে যায়, তাই আমাদের লোকেরাও তাঁর বিরুদ্ধে বক্তব্য রাখে। এগুলো রাগের মুহূর্তে বলা কথা।” তিনি আরও বলেন, “এই গল্পটি তামিলনাড়ুর নয়, উত্তর ভারতের গল্প—তাই তিনি উত্তর ভারতীয় গল্পই উদ্ধৃত করেছেন।”

Screenshot 2025-11-19 10.01.09 PM