/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির ইন্ডিয়া গেট বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য আরও গভীর হচ্ছে। সোমবার ওই বিক্ষোভ থেকে ছ’জন কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কোনও ভিত্তি জানানো ছাড়াই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। ছাত্রদের আইনজীবী অমিত কুমারের বক্তব্য, পুলিশ আদালতের কাছে দাবি জানায় যে বিক্ষোভকারীদের সঙ্গে মাওবাদী যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে তিন দিনের বিচার বিভাগীয় হেফাজত প্রয়োজন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/09/delhi-air-pollution-protest-2025-11-09-21-36-09.png)
আদালত পাঁচজনকে দু’দিনের বিচার হেফাজতে পাঠিয়েছে। বয়সজনিত কারণে এক কিশোরকে দু’দিনের জন্য নিরাপদ গৃহে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা অভিযোগ করেন, পুলিশ ছাত্রদের মারধর করেছে। তাঁদের শরীরে চোটের দাগ রয়েছে। একজনের জন্য ইতিমধ্যেই জামিনের আবেদন দাখিল করা হয়েছে।
অন্য আইনজীবী মনোজ কুমার সিংহ জানান, আহত প্রত্যেক ছাত্র আলাদা করে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের বয়ান রেকর্ড করেছেন। তাঁদের আইনজীবীরাও সেই বয়ান সংগ্রহ করেছেন। তিনি বলেন, তদন্ত যত এগোবে, তত স্পষ্ট হবে এই ঘটনার আসল রহস্য। বুধবার ফের আদালতে তোলা হবে গ্রেফতার হওয়া পড়ুয়াদের।
#WATCH | Delhi: Advocate Amit Kumar says, "Yesterday, some college students were arrested during a protest at India Gate. They did not know the basis for their arrest, and they have been sent to judicial custody for two days. The police asked for three days' judicial custody to… https://t.co/Tx6x6mwsfVpic.twitter.com/wgqwaXSUeq
— ANI (@ANI) November 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us