‘ছাত্রদের শরীরে চোট, পুলিশের হাতে অত্যাচার’— ইন্ডিয়া গেটে গ্রেফতার নিয়ে বিস্ফোরক আইনজীবী

দিল্লির ইন্ডিয়া গেট বিক্ষোভে গ্রেফতার কলেজ ছাত্রদের নিয়ে বিস্ফোরক অভিযোগ। পুলিশের মারধর, মাওবাদী যোগের দাবি খারিজ, বিচার হেফাজতে পাঠানো পাঁচজন। আদালতে আলাদা করে রেকর্ড হল প্রত্যেকের বয়ান।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested 123

নিজস্ব সংবাদদাতা:  দিল্লির ইন্ডিয়া গেট বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য আরও গভীর হচ্ছে। সোমবার ওই বিক্ষোভ থেকে ছ’জন কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কোনও ভিত্তি জানানো ছাড়াই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। ছাত্রদের আইনজীবী অমিত কুমারের বক্তব্য, পুলিশ আদালতের কাছে দাবি জানায় যে বিক্ষোভকারীদের সঙ্গে মাওবাদী যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে তিন দিনের বিচার বিভাগীয় হেফাজত প্রয়োজন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

delhi air pollution protest

আদালত পাঁচজনকে দু’দিনের বিচার হেফাজতে পাঠিয়েছে। বয়সজনিত কারণে এক কিশোরকে দু’দিনের জন্য নিরাপদ গৃহে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা অভিযোগ করেন, পুলিশ ছাত্রদের মারধর করেছে। তাঁদের শরীরে চোটের দাগ রয়েছে। একজনের জন্য ইতিমধ্যেই জামিনের আবেদন দাখিল করা হয়েছে।

অন্য আইনজীবী মনোজ কুমার সিংহ জানান, আহত প্রত্যেক ছাত্র আলাদা করে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের বয়ান রেকর্ড করেছেন। তাঁদের আইনজীবীরাও সেই বয়ান সংগ্রহ করেছেন। তিনি বলেন, তদন্ত যত এগোবে, তত স্পষ্ট হবে এই ঘটনার আসল রহস্য। বুধবার ফের আদালতে তোলা হবে গ্রেফতার হওয়া পড়ুয়াদের।