ঘূর্ণিঝড় ‘মন্থা’-র আঘাতের পর গোপালপুর সৈকতে প্রবল ঝড়ো হাওয়া

ওডিশার গঞ্জাম জেলার উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব অব্যাহত; প্রশাসন সতর্কতা জারি করেছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-29 7.06.28 AM

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভূমিতে আঘাত হানার পর রাজ্যের গঞ্জাম জেলার গোপালপুর সৈকতে প্রবল ঝড়ো হাওয়া বইছে। উপকূলজুড়ে বাতাসের বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার ছাড়িয়ে গেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সমুদ্র এখনো উত্তাল অবস্থায় রয়েছে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী (ODRAF) ইতিমধ্যেই নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।