লোকসভায় কংগ্রেসের কঠোর উপস্থিতি নির্দেশ জারি

৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত লোকসভায় সমস্ত কংগ্রেস সাংসদকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে তিন লাইন হুইপ জারি করেছে দলীয় উচ্চ নেতৃত্ব।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
rahul gandhikl.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে কংগ্রেস তাদের সাংসদদের জন্য তিন লাইন হুইপ জারি করেছে। নির্দেশ অনুযায়ী, ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সাংসদদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। দলীয় সূত্র জানায়, গুরুত্বপূর্ণ আইন, আলোচ্য বিষয় এবং সম্ভাব্য রাজনৈতিক বিতর্ক সামনে থাকায় কংগ্রেস এই কঠোর নির্দেশ দেয়।

rahul gandhi mallikarjun kharge